Friday, October 5, 2007

ওপেন কনটেন্ট এর আক্ষরিক অনুবাদ কি হওয়া উচিত? উন্মুক্ত বিষয়বস্তু অথবা উন্মুক্ত আধেয়? কিন্তু এর সংজ্ঞা দিতে গেলে এভাবে দিতে হয়, যে কোন সৃজনশীল

কর্ম যেমন সাহিত্যকর্ম, রচনা, তথ্য, ছবি, গান, চলচ্চিত্র অথবা যে কোন নকশা যেমন বাড়ীর নকশা, এমন এক মাধ্যমে প্রকাশিত হবে যা যে কেউ অনুলিপি নিতে

এবং নিজের মত করে পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। আসলে ওপেন কনটেন্ট ধারণাটি এসেছে কম্পিউটারের সফটওয়্যারের উন্মুক্ত সংকেত বা ওপেন সোর্সের

ধারণা থেকে। যেখানে একজন মানুষের সফটওয়্যারের সাথে সাথে সফটওয়্যারের সংকেত বা সোর্সকোড পাওয়ার অধিকার থাকবে যাতে ঐ ব্যক্তি সফটও্যারটি তার

নিজের মত করে পরিবর্তন করতে পারবে এবং ঐ সফটওয়্যারটি সংকেত সহই অন্যকে দিতে পারেন।

বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত বিষয়বস্তুর প্রকল্প হল উইকিপিডিয়া। এটি প্রকল্প যে সংগঠন দেখভাল করে তার নাম হল উইকিমিডিয়া ফাউন্ডেশন। এ সংগঠনটি একটি

অলাভজনক প্রতিষ্ঠান। তারা উইকিপিডিয়া ছাড়াও আরও যে সকল ইন্টারনেট ভিত্তিক সহযোগী (কোলাবোরেটিভ) প্রকল্প পরিচালনা করেন তার মধ্যে উইকিশনারি,

উইকিকোট, উইকিবুকস, উইকিসোর্স, উইকিমিডিয়া কমন্স, উইকিস্পিসিস, উইকিনিউস, উইকিভার্সিটি এবং মেটা-উইকি। মূল উদ্দেশ্য একই হলেও এ প্রকল্পগুলোর এক

একটির কার্যক্রম একেক রকম।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে স্বল্প মূল্যের বিভিন্ন ভাষায় উন্নত উন্মুক্ত বিষয়বস্তুর ভান্ডার গড়া যাতে পৃথিবীর সকল মানুষ খুব সহজেই ব্যবহার করতে

পারেন। উইকিমিডিয়া ফাইন্ডেশনের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল উইকিপিডিয়া। উইকিপিডিয়া সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি। যা পৃথিবীর ২৫২টি ভাষায় গড়ে

উঠছে। বাংলাভাষী লোকদের উইকিপিডিয়ার সুবিধা দিতে আমরা সকলে বাংলা উইকিপিডিয়ার কাজও এগিয়ে নিয়ে যাচ্ছি। বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে ১৬

হাজারেরও বেশী নিবন্ধ আছে। দেশে এবং বিদেশের বেশ কিছু উদ্যোমী স্বেচ্ছাসেবক এখানে নিরলস পরিশ্রম দিয়ে যাচ্ছেন। আসলে আজকের এই ব্লগটির উদ্দেশ্য হল

উইকিমিডিয়া ফাউন্ডেশনের আর একটি অনলাইন কোলাবোরেটিভ প্রকল্প সম্পর্কে আপনাদের জানানো। যার নাম হচ্ছে উইকিসোর্স। এ প্রকল্পটি বর্তমানে বাংলা সহ ৫৪টি

ভাষায় রয়েছে। বাংলায় আমরা এ প্রকল্পের নাম দিয়েছি উইকিসংকলন।

উইকিসংকলন কি?
উইকিসংকল হল এমন একটি প্রকল্প যা উদ্দেশ্য হচ্ছে উইকি কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষায় রচিত যে কোন রচনা সংকলন করা। এর মানে উইকিসংকলন এমন

একটি প্রকল্প যারে যে কেউ সম্পাদনা করতে পারেন। আমি আগেই বলেছি উইকিসংকলন হচ্ছে উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি অংশ এবং উইকিপিডিয়া, উন্মুক্ত

বিশ্বকোষ এর একটি সহপ্রকল্প। যা সহজেই উইকিপিডিয়ার নিবন্ধের সাথে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করা যাবে।

বাংলা উইকিপিডিয়া এবং উইকিসংকলনের মধ্যে পার্থক্য
বাংলা উইকিপিডিয়া হচ্ছে একটি উন্মুক্ত বিশ্বকোষ যাতে পৃথিবীর যে কোন বিষয় যেমন স্থান, ঐতিহাসিক ঘটনা, বিশেষ ব্যক্তি, বস্তু ইত্যাদি বিষয় সম্পর্কে বাংলা

ভাষায় নিবন্ধ সংকলিত হয়। যা প্রকাশিত হয় জিএফডিএল বা জিএনইউ ফ্রি ডকুমেন্টেশন লাইসেন্সের আওতায়। যেখানে কোন ব্যক্তিগত গবেষণা, মতামত বা

কর্মকান্ডের স্থান হয় না। বাংলা উইকিপিডিয়ার উদ্দেশ্য হল বিশ্বের সকল মানুষের জ্ঞানকে বাংলা ভাষায় জড়ো করা যাতে একটি উন্নত মানের জ্ঞান ভান্ডার গড়ে

উঠে।

উইকিসংকলন হল একটি উন্মুক্ত পাঠাগার যেখানে সংকলিত থাকবে বাংলা ভাষায় রচিত সকল রকমের সৃজনশীল কর্মকান্ড যেমন গল্প, উপন্যাস, কবিতা, ছড়া সহ

সকল রকমের সাহিত্যকর্ম, গান, লোকসংগীত, ঐতিহাসিক দলিলপত্র, রূপকথা সহ সব রকমের রচনা। তবে রচনা গুলো হতে হবে কপিরাইট ফ্রি অথবা পাবলিক

ডোমেইনের আওতায়। উইকিসোর্সের উদ্দেশ্য হল বিশ্বের সকল সৃজনশীল সাহিত্যকর্ম সহ সকল গুরুত্বপূর্ণ দলিলাদির সংকলন। আর উইকিসংকলনের উদ্দেশ্য হল বিশ্বের

সকল সৃজনশীল সাহিত্যকর্ম সহ সকল গুরুত্বপূর্ণ দলিলাদি বাংলা ভাষায় সংকলন করা। এ বৃহৎ কর্মযজ্ঞে যে কর্মকান্ড প্রথম অগ্রাধিকার পাওয়া উচিত তা হল বাংলা

ভাষায় রচিত হাজার বছরের সাহিত্যকর্মের সংকলন হাজার বছরের ঐতিহাসিক দলিলাদির সংকলন করা।

বাংলা ভাষা এমন একটি ভাষা যার রয়েছে হাজার বছরের ইতিহাস। এ হাজার বছরের ইতিহাসে বাংলা ভাষার সাহিত্যকে নামে বেনামে সমৃদ্ধ করেছেন বহু কবি

সাহিত্যিক জ্ঞানী গুণীজনেরা। কালের বিবর্তে এ সকল সৃজনশীল সাহিত্যকর্ম হারিয়ে যাচ্ছে এর সঠিক সংরক্ষণের অভাবে। সাথে সাথে হারিয়ে যাচ্ছে এ সকল অমর

সাহিত্যকর্মকে সার্বজনীন সকল বাংলা ভাষীদের কাছে পৌছে দেওয়ার সুযোগ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপার হল এ সকল অমর কৃর্তী আমরা যদি ভবিষ্যত প্রজন্মের

কাছে দিতে না পারি তাহলে আমরা আমাদের এই গৌরবময় মায়ের ভাষাকে সঠিক রূপে কিভাবে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাব? আমাদের মায়ের

ভাষাকে সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের, মায়ের ভাষার এ সকল অমর কৃর্তী আমাদের সকলের, এগুলোর অবাধ ব্যবহারের অধিকার আমাদের সকলের। তাই

উইকিসংকলনকে সমৃদ্ধ করতে হবে আমাদের সকলের প্রচেষ্টায়, যাতে আমরা বাংলা সাহিত্যকে সকল বাংলা ভাষীর ব্যবহারের সুযোগ করে দিতে পারি এবং মায়ের

ভাষা বাংলাকে সঠিক রূপে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি।

উইকিসংকলনের ওয়েব ঠিকানাঃ http://bn.wikisource.org

এ পর্বে শুধু প্রকল্পের শুরুটা বললাম পরবর্তী পর্বে লিখবো উইকিসংকলনে আপনি কিভাবে অবদান রাখবেন।

Sunday, August 12, 2007

উইকিম্যানিয়া ২০০৭, তাইপে, টাইওয়ান


"এমন একটি বিশ্বের কথা চিন্তা করুন যেখানে গ্রহের প্রতিটি মানুষকে বিনা মূল্যে বিশ্বের সকল মানুষ্য জ্ঞানের সম্মিলিত ভান্ডারে প্রবেশাধিকার রয়েছে। আমরা এটাই করছি" আবারও উইকিম্যানিয়া ২০০৭ এ দৃঢ় কণ্ঠে উচ্চারণ করলেন উইকিপিডিয়ার জনক এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান জিমি ওয়ালস। গত ৩-৫ আগষ্ট তারিখে তাইওয়ানের রাজধানী তাইপে তে অনুষ্ঠিত হয়ে গেল উইকিমিডিয়া ফাউন্ডেশনর তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন উইকিম্যানিয়া ২০০৭। এধরনের আয়োজনের উদ্দেশ্য হল বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পের সাথে জড়িত উইকিপিডিয়ানদের একত্র করা যাতে তারা নিজেদের মধ্যে মতামত, গবেষণার ফল এবং উইকিপিডিয়ার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের নানা মুখি প্রচেষ্টার ধারণার আদান-প্রদান করতে পারেন। এর মাধ্যমে উইকিমিডিয়ানগণ সাড়া বিশ্বের সাধারণ ব্যবহারকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পান যাতে তারা উন্মুক্ত তথ্যাদি, উন্মুক্ত সফটওয়্যার, উন্মুক্ত জ্ঞান এবং বিভন্ন উইকি প্রকল্পের সাথে জনগনকে পরিচিত এবং তাদের নিজেদের চিন্তা-ধারা, মতামত সাধারণ জনতার সাথে বিনিময় করতে পারেন।

এবারে উইকিম্যানিয়া ২০০৭ এর আয়োজক ছিলেন, ফাউন্ডেশনের স্থানীয় সংগঠন "উইকিমিডিয়া তাইওয়ান চ্যাপ্টার"। তাইপে শহরের মধ্যক্ষাণে অবস্থিত "চ্যান তাইন ওভারসিজ ইউথ এক্টিভিটি সেন্টারে" আয়োজন করা হয়েছিল উইকিপিডিয়ানদের এই মহাসম্মেলন, যাতে বাংলাদেশ সহ যোগ দিয়েছেন বিশ্বের ৯৮টি দেশের ৪৪০ জন উইকিপিডিয়ান, এর প্রায় ৫৫ শতাংশ অংশগ্রহনকারী ছিলেন তাইওয়ানের নাগরিক। এবারের এ সম্মিলনের ৬৫টি সেশনে ১০০ জনেরও বেশী বক্তা তাদের বক্তৃতা প্রদান করেছেন।


৩রা আগষ্ট অনাড়ম্বর উদ্ভোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এ সম্মেলন, উদ্ভোধনী ভাষণে জিমি ওয়ালস উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরবর্তী চেয়ারম্যান হিসেবে ফ্লোরেন্স নিবার্ট-দেভোয়ার্ড (Florence Nibart-Devouard) সহ সাড়া বিশ্বের উইকিপিডিয়ানদের ভোটে উইকিপিডিয়ান কোম্যুনিটি থেকে নির্বাচিত উইকিমিডিয়া ফাইন্ডেশনে নতুন তিন প্যানেল সদস্যকে পরিচয় করিয়ে দেন। সাথে উইকিমিডিয়া তাইওয়ান চ্যাপ্টারের আনুষ্ঠানিক ঘোষনা দেন। দেভোয়ার্ড উদ্ভোধনী অনুষ্ঠানে উইকিমিডিয়া ফাউন্ডেশনের বর্তমান সম্পদের হিসাব, ব্যবহারকারীদের দেওয়া দান ও তাদের অর্থ-সংগ্রহ কার্যক্রম এবং সম্প্রতি পর্তুগালে উইকিপিডিয়া সাইটকে ব্যবহার করে এক টেলিকম কোম্পানীর বিজ্ঞাপন সম্পর্কে বলেন। তিনি আরও সবাইকে জানান ছয় বছর বয়সী ইংরেজী উইকিপিডিয়াতে এখন প্রায় ২০ লক্ষ নিবন্ধ আছে, এছাড়া অন্য ২৫০টিরও বেশী উইকিপিডিয়াতে আছে আরও প্রায় ৫০ লক্ষ নিবন্ধ। সব উইকিপিডিয়া মিলে এ পর্যন্ত ২৭৫ মিলিয়ন সম্পাদনা হয়েছে এবং উইকিপিডিয়া সাইট প্রতি মাসে প্রায় ২০০ মিলিয়ন ব্যবহারকারী দেখেন।

তিন দিনের এই সম্মেলনে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৪টি স্লটে মোট ৬৫টি সেশন অনুষ্ঠিত হয়। প্রতিটি স্লটে একসাথে ৫টি আলাদা কক্ষে বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে তাদের বক্তব্য প্রদান করেন। অংশগ্রহণকারী তার পছন্দমত একটি সেশনে অংশ নিতে পারতেন। প্রতিটি সেশনের শেষে প্রশ্নউত্তর পর্বে বক্তাগণ অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ পেতেন। এ সকল বক্তৃতায় বেশ কিছু ভাষার বক্তারা তাদের ভাষার উইকিপিডিয়ার এবং তাদের উইকিপিডিয়ান কোম্যুনিটির অবস্থা ব্যাখ্যা করেন। এদের মধ্যে হিন্দি, উর্দু, মালয়, মালয়শীয়, ইন্দোনেশীয়, হিব্রু ভাষার উইকিপিডিয়ানরা তাদের ভাষার উইকিপিডিয়ার বিভিন্ন দিক অংশগ্রহনকারীদের কাছে তুলে ধরেন। হিব্রু ভাষার উইকিপিডিয়ান কোম্যুনিটি তৈরিতে তাদের নেওয়া বিভিন্ন প্রকল্পের এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। কয়েকজন বক্তা উইকিপিডিয়ায় বিভিন্ন ব্যবহারকারী বা অবদানকারীর উইকিপিডিয়ায় তাদের বিভিন্ন রকমের আচোরণ, নতুন ব্যবহারকারী বা অবদানকারীদের প্রতি প্রশাসকদের সম্ভাব্য আচোরণ, ব্যবহারকারীদের মধ্যে বিবাদ মিমাংসা সহ ব্যববারকারীর বিভিন্ন চারিত্রিক দিক নিয়ে আলোচনা করেন। সাথে উইকিপিডিয়ায় ব্যবহৃত মিডিয়াউইকি সফটওয়্যারের কয়েকজন সেচ্ছাসেবী নির্মাতাগণ মিডিয়াউইকির ব্যবহার, বিভিন্ন বৈশিষ্ট, ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। বেশ কয়েকজন বক্তা তাদের বিভিন্ন গবেষণালব্ধ ফল, কেস স্টাডি প্রভৃতি উপস্থাপন করেন। এছাড়াও আরও যে স সব বিষয়ে আলোচনা হয় তার মধ্যে উইকিয়া, ওমেগাউইকি, গুগোল ও উইকি, উইকিপিডিয়া কপিরাইট, ক্রিয়াটিভ কমন্স, উইকিপিডিয়া ছাড়াও সহযোগীতার মাধ্যমে গড়া বিভিন্ন প্রকল্প, ওপেনসোর্স ভিত্তিক বিভিন্ন সফটও্যার, ওএলপিসি প্রকল্প প্রভৃতি বিষয় অন্যতম।

৪ঠা আগস্ট বিকেলে অংশগ্রহণকারীদের জন্য তাইপের "রেড থিয়েটারে" আকর্ষনীয় পার্টি এবং ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। তাতে বিদেশী উইকিপিডিয়ানগণ তাইওয়ানের স্থানীয় উইকিপিডিয়ানদের সাথে পার্টি আমেজে মতবিনিময় করার সুযোগ পান। ৫ই আগস্ট বিকেলে জিমি ওয়েলসের সমাপনী বক্তৃতার মধ্য দিয়ে সম্মেলনের সমাপনী পর্ব শুরু হয়। এ সময় তিনি সকল অংশগ্রহণকারীদের উইকিমিডিয়া পরিবারের সদস্য বলে সম্বোধন করেন। এছাড়া ২০০৭-২০০৮ সালে তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, ২০০৮ সালে আফ্রিকার বিভিন্ন দেশ সহ বিশ্বের প্রায় ৫০টি স্থানে উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং আই-কমন্স আয়োজন করবে ''উইকিপিডিয়া একাডেমী'' নামক ছোট পরিসরের সম্মেলন, যাতে উইকিমিডিয়া ফাউন্ডেশনের সদস্যগণ আলোচনায় বসবেন আমন্ত্রিত স্থানীয় উইকিপিডিয়ান সহ ছাত্র, শিক্ষক, সংবাদিক, সরকারী কর্মকর্তা, চাকুরিজীবি, ব্যবসায়ী সহ দেশের বিভিন্ন পেশার মানুষের সাথে।

এবারই প্রথম বাংলাদেশী উইকিপিডিয়ান ও বাংলা ভাষীদের পক্ষ থেকে বাংলা উইকিপিডিয়ার অন্যতম প্রশাসক মোঃ বেলায়েত হোসেন উইকিম্যানিয়া সম্মেলনে যোগ দেন। তিনি প্রথম বাঙালি যিনি প্রথম উইকিমিডিয়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহন করেছেন। বাংলাদেশীদের তাইওয়ান গমনে ভিসার সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যা ও সিমাবদ্ধতা থাকা তাইওয়ান উইকিম্যানিয়াতে যোগ দেওয়াতে আয়োজক এবং ফাউন্ডেশনের সদস্যগণ তাকে সাধুবাদ জানান। তিনি সেখানে উইকিমিডিয়া ফাইন্ডেশনের প্রধান জিমি ওয়েলস, উইকিমিডিয়া ফাউন্ডেশন ভোলান্টিয়ার কোঅর্ডিনেটর ক্যারি বাস, এন্ড্রু লিহ, জেরার্ড মেইজসেন সহ অন্যান্য ভাষার উইকিপিডিয়ানদের সাথে বাংলা উইকিপিডিয়া সম্পর্কে আলোচনা করেন। জিমি ওয়েলস বাংলা উইকিপিডিয়ার সম্পর্কে এর নিবন্ধ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিবন্ধের মানোন্নয় এবং বাংলাদেশী উইকিপিডিয়ান কোম্যুনিটি গঠনের উপর জোড় দিতে পরামর্শ দেন। এসময় তিনি জার্মান উইকিপিডিয়ার কথা উল্লখে করে বাংলা উইকিপিডিয়ার আওতায় জার্মান উইকিপিডিয়ায় বাস্তবায়িত প্রকল্পগুলো বাস্তবায়নের পরামর্শ দেন। ভোলান্টিয়ার কোঅর্ডিনেটর ক্যারি বাস এবং জেরার্ড মেইজসেন বাংলা উইকিপিডিয়ার ভাল অবস্থানে থাকার কথা উল্লখ্য করে বলেন বাংলাদেশের অনেক সাহিত্য কর্ম রয়েছে যা পাবলিক ডোমেইনে চলে এসেছে, বাংলাভাষীদের সে সকল সাহিত্যকর্মকে সংরক্ষণ করতে বাংলা ভাষায় উইকিসোর্স প্রজেক্টে কাজ করা উচিত, তারা বাংলা ভাষার জন্য ডোমেইন প্রাপ্তির জন্য সাহায্য করবেন বলে জানিয়েছে। বেলায়েত সেখানে বলেন যেহেতু উইকিমিডিয়া ফাউন্ডেশন পৃথিবীর ভাষা সংরক্ষণেও ভূমিকা রাখছে তাই ফাউন্ডেশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে তাদের মতন করে পালন করা উচিত। উইকিপিডিয়া এবং উইকিপিডিয়ান কোম্যুনিটি বিষযক গবেষক এবং উইকিপেডিয়া উইকলি ম্যাগাজিনের হোস্ট এন্ড্রু লিহ বলেন বাংলাদেশীদের আরও বেশী করে এ ধরনের সেচ্ছাসেবামুলক কার্যক্রমে অবদান রাখা উচিত, যদিও এখন বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার কম কিন্তু সময়ের সাথে তা বাড়বে। ভবিষ্যত প্রজন্মের জন্য বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতি সংরক্ষণে উইকিপিডিয়া একটি ভাল হাতিয়ার হিসেবে পরিনত হতে পারে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে জাতিকে সর্বক্ষেত্রে উইকি-দর্শনে অভ্যস্ত এবং পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগুতে হবে।